ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

হাদি হত‍্যায় জড়িত ৫ জনকে গ্রেফতারের খবর ভিত্তিহীন: পশ্চিমবঙ্গ পুলিশ

হাদি হত‍্যায় জড়িত ৫ জনকে গ্রেফতারের খবর ভিত্তিহীন: পশ্চিমবঙ্গ পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যায় জড়িত ৫ জনকে গ্রেফতারের খবর ভিত্তিহীন বলে দাবি করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।

হাদি বা বাংলাদেশের নাম উল্লেখ না করে ফেসবুকে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে লেখা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট আমাদের নজরে এসেছে, যাতে বলা হচ্ছে, প্রতিবেশী দেশের একটি সাম্প্রতিক ঘটনার বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ প্রতিবেশী দেশের কয়েকজন নাগরিককে আটক করেছে।

এতে আরও বলা হয়েছে, এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। অনুরোধ, গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।

ভাইরাল হওয়া ফেসবুক পোস্টে দাবি করা হয়েছিল, ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগির শেখকে সাহায্য করার অভিযোগে পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স নাকি ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে।

এর আগে রবিবার ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) সংবাদ সম্মেলনে দাবি করেছিল যে ওসমান হাদির খুনিরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছে এবং তাদের সহায়তা করার জন্য মেঘালয় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।

সেই দাবি আগেই খারিজ করে দিয়েছে মেঘালয়ের পুলিশ এবং ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। মেঘালয় পুলিশের মহা-পরিচালক ইদাশিশা নংগ্রাং-এর এক বিবৃতি উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, পলাতক খুনিদের সহায়তা করার জন্য ওয়েস্ট গারো হিলস জেলায় দুজন গ্রেফতার হয়েছে বলে যে খবর বাংলাদেশ থেকে দাবি করা হয়েছে, তার কোনও ভিত্তি নেই।

হাদি হত‍্যা,পশ্চিমবঙ্গ পুলিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত