বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে আরও এক দফা জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। প্রতি লিটার ডিজেলের দাম লিটারে ২ টাকা এবং পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৩ টাকা কমানো হয়েছে। তবে কেরোসিনের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে।
শনিবার (৩১ মে) নতুন এ মূল্যের গ্যাজেট প্রকাশ করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। নতুন এ দাম রোববার দিনগত মধ্যরাত (১ জুন) থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি লিটার ডিজেল ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের দাম প্রতি লিটার ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা ও অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছে।
এর আগে, মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। আর ফেব্রুয়ারিতে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা বাড়ানো হয়েছিলো।
আবা/এসআর/২৫