ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটে ভোট দেবে এমপিরা: সালাহউদ্দিন

রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটে ভোট দেবে এমপিরা: সালাহউদ্দিন

রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট প্রদানের প্রস্তাব দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই প্রস্তাবকে ‘গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কারের অংশ’ হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে দুই পক্ষের এমপিরা গোপন ব্যালটে ভোট দিলে রাজনৈতিক ভারসাম্য রক্ষা হবে এবং এটি একটি ‘বিপ্লবাত্মক পদক্ষেপ’ হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি তিনি জানান, ৭০ অনুচ্ছেদে সংস্কারের ব্যাপারে সব রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য হয়েছে এবং প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর করার সিদ্ধান্তকেও তারা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

সালাহউদ্দিন বলেন, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা-এই তিনটি বিভাগকে নিজ নিজ ক্ষমতার সীমার মধ্যে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। তিনি মনে করেন, নির্বাহী বিভাগকে দুর্বল করে দিলে রাষ্ট্র পরিচালনা দুর্বিষহ হয়ে উঠবে, বরং চেক অ্যান্ড ব্যালেন্স ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুললেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

তিনি পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। স্বচ্ছ নির্বাচন কমিশনের অধীনে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন তিনি।

সংবিধানের ৯৬ অনুচ্ছেদে বিচারপতি অপসারণের সীমাবদ্ধতা উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, শুধু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যথেষ্ট নয়, অধস্তন আদালতের জবাবদিহিতা নিশ্চিতে পৃথক কাঠামো দরকার। বিচার বিভাগে স্বচ্ছ ও স্বাধীন নিয়োগ ব্যবস্থার মাধ্যমে বিচারক নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা শতভাগ থাকতে হবে। কারণ গণমাধ্যম যতটা স্বাধীন হবে, গণতন্ত্রও ততটাই শক্তিশালী হবে।

বক্তব্যের শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, সকল দলকে জনগণের কল্যাণে কাজ করতে হবে। বৈষম্যহীন, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক রাষ্ট্র গঠনে ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আলোচনার মাধ্যমে সব গণতান্ত্রিক শক্তি একটি যৌথ অবস্থানে পৌঁছাতে পারবে এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক সংস্কার সম্ভব হবে।

সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

রাষ্ট্রপতি,নির্বাচন,গোপন ব্যালট,এমপি,সালাহউদ্দিন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত