ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

মুরাদনগরে ধর্ষণ মামলার মূল আসামিসহ গ্রেফতার ৫

মুরাদনগরে ধর্ষণ মামলার মূল আসামিসহ গ্রেফতার ৫

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার এক নারীর ভিডিও ধারণ করার পর তা ভাইরাল করে দেওয়ার অভিযোগে মূল আসামি ফজর আলীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোবার (২৯ জুন) ভোর ৫টার দিকে রাজধানীর সায়েদাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভিডিও ধারণকারী অনিক, সুমন, রমজান, বাবু এবং মামলার প্রধান আসামি ফজর আলী সবাই মুরাদনগরের পাঁচকিত্তা এলাকার বাসিন্দা।

জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, মূল অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়দাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে এবং ভিডিও ধারণকারী ও সরবরাহকারীদের কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আলাদা একটি মামলা দায়ের করা হবে। মূল অভিযুক্ত ফজর আলী আহত অবস্থায় থাকায় তাকে আইন অনুযায়ী চিকিৎসা দেওয়ার পর আদালতে উপস্থাপন করা হবে।

আবা/এসআর/২৫

মুরাদনগর,ধর্ষণ,ভাইরাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত