ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মেট্রোরেলে ভ্যাট প্রত্যাহার, আসন্ন রোজা উপলক্ষে ট্যাক্স কমলো খেজুরের

মেট্রোরেলে ভ্যাট প্রত্যাহার, আসন্ন রোজা উপলক্ষে ট্যাক্স কমলো খেজুরের

সরকার মেট্রোরেলের ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহারের ফলে সরকারের প্রায় ৪০ কোটি টাকার মতো রাজস্ব ক্ষতি হবে। তবে ঢাকা শহরের যাতায়াতে মেট্রোরেল যুগান্তকারী ভূমিকা পালন করায় জনগণের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আসন্ন রোজা নিয়ে বিবেচনায় রেখে খেজুরের ওপর আরোপিত ট্যাক্স ইনসিডেন্স কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে এই হার ছিল প্রায় ৫২ শতাংশ, যা কমিয়ে ৪০ শতাংশের মতো করা হচ্ছে। খেজুরের কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ, সেটিও কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। রোজার মাসের শুরু ফেব্রুয়ারির ১৮ বা ১৯ তারিখে হওয়ার সম্ভাবনা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া সভায় বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে এমেন্ডমেন্ট অর্ডিনেন্স ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। আইনগত সহায়তা প্রদান সংক্রান্ত দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়াও করা হয়েছে।

প্রেস সচিব বলেন, বাণিজ্যিক আদালতের এই আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের এনসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও এটি প্রয়োজন হবে।

ট্যাক্স কমলো খেজুরের,আসন্ন রোজা উপলক্ষে,মেট্রোরেলে ভ্যাট প্রত্যাহার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত