অনলাইন সংস্করণ
২০:২৭, ১১ ডিসেম্বর, ২০২৫
দুইজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের পর শূন্য হওয়া তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করেছে সরকার। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে নতুনভাবে উপদেষ্টাদের দপ্তর বণ্টনের বিষয়টি জানানো হয়।
আগের মতোই শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আদিলুর রহমান খান এবার অতিরিক্তভাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও সামলাবেন।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। এ মন্ত্রণালয়টিই আগে দেখতেন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা মো. মাহফুজ আলম। নতুন দায়িত্ব পাওয়ার আগে রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আসিফ নজরুল পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। এতদিন তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই দুটি দায়িত্ব নতুনটিসহ বহাল থাকছে।
গতকাল বুধবার ছাত্র প্রতিনিধি উপদেষ্টা মো. মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন। দুজনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ আলাদা প্রজ্ঞাপন জারি করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পরই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ কার্যকর হয়।
বর্তমানে প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা পরিষদে আছেন ২২ জন সদস্য। দুইজনের পদত্যাগে সেই সংখ্যা দাঁড়িয়েছে ২০। প্রধান উপদেষ্টা পাঁচ মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে রয়েছেন। দশজন ছাড়া বাকি সব উপদেষ্টা একাধিক মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালন করছেন।