অনলাইন সংস্করণ
০৮:২৩, ০৪ জানুয়ারি, ২০২৬
ঘন কুয়াশার কারণে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ওই নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে বাড়তে থাকে কুয়াশার ঘনত্ব। এক পর্যায়ে নৌ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় রাত সাড়ে ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাময়িকভাবে ফেরিসার্ভিস বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে, পূর্ণ লোড নিয়ে ছেড়ে যাওয়ার অপেক্ষায় দৌলতদিয়া ফেরিঘাটের বিভিন্ন ঘাটপন্টুনে ভিড়ে আছে ছোট-বড় ৪টি ফেরি। তবে, মাঝ নদীতে কোনো ফেরি আটকা পড়েছে কি না তা এখনো জানা যায়নি। ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় আটকা পড়েছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানসহ শতাধিক বিভিন্ন গাড়ি।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ঘন কুয়াশার মধ্যে ফেরি চলাচল সচল রাখার বিশেষ কোনো ব্যবস্থা নেই। তাই দুর্ঘটনা এড়াতে এই নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরিসার্ভিস চালু করা হবে।
আবা/এসআর/২৫