ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই বিপ্লবে লুট হওয়া অস্ত্রের ১৫ শতাংশ এখনো নিখোঁজ: ইসি সানাউল্লাহ

জুলাই বিপ্লবে লুট হওয়া অস্ত্রের ১৫ শতাংশ এখনো নিখোঁজ: ইসি সানাউল্লাহ

জুলাই বিপ্লবের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের প্রায় ১৫ শতাংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, অবশিষ্ট এসব অস্ত্র ভোটের আগে উদ্ধার করা অত্যন্ত জরুরি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা ও বিভাগীয় প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ।

তিনি জানান, হারিয়ে যাওয়া গোলাবারুদ উদ্ধার করা গেলে মানুষের মধ্যে নির্বাচনী আস্থা ফিরে আসবে।

নির্বাচনকালীন সময়ে কোনো দল বা গোষ্ঠী যেন অপকর্ম করে পার পেয়ে না যায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ও দৃঢ় অবস্থান নেওয়ার নির্দেশনা দেন তিনি।

একই সঙ্গে নির্বাচন কর্মকর্তাদের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান ইসি সানাউল্লাহ।

তিনি বলেন, কোনো কাজে পক্ষপাতিত্ব করা যাবে না এবং সবাইকে আইনের আওতার মধ্যে থেকেই দায়িত্ব পালন করতে হবে, যাতে নির্বাচনের উৎসবমুখর পরিবেশ বজায় থাকে।

ইসি সানাউল্লাহ,এখনো নিখোঁজ,অস্ত্রের ১৫ শতাংশ,জুলাই বিপ্লবে লুট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত