ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

দুই উপদেষ্টার পদত্যাগ দাবি ইশরাকের

দুই উপদেষ্টার পদত্যাগ দাবি ইশরাকের

বিএনপি নেতা ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণার দাবিতে টানা আন্দোলন চলছে। আন্দোলনে উপস্থিত হয়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইশরাক হোসেন।

বুধবার (২১ মে) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে ইশরাক একথা বলেন।

ইশরাক বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সার্বভৌম প্রতিষ্ঠান, এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে মানতে হবে। আমি যাদের নিয়ে একসময় আশাবাদী ছিলাম, তারা নতুন দল গঠন করলেও শেষ পর্যন্ত সরকারের অংশ হয়ে গেছে। যদিও আমরা এখনো নিরপেক্ষ সরকার পাইনি। সরকারের ভেতরে এখনো এমন অনেকে আছেন, যারা বিএনপিকে নির্বাচনে বাধা দিতে ষড়যন্ত্রে লিপ্ত।

এনসিপির সমালোচনা করে তিনি বলেন, একটি নতুন দল, যাদের নিয়ে আমি আশাবাদী ছিলাম। কিন্তু দল গঠনের পর সরকারের মধ্যে এদের অংশ রয়ে গেল। কাজেই নিরপেক্ষ সরকার আমরা পাইনি। সরকারের মধ্যে অনেকেই আছে যারা বিএনপি যাতে নির্বাচনে ভালো করতে না পারে সে চক্রান্ত করছে।

বিএনপি নেতা বলেন, সরকারের ভেতর থেকে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করা হয়েছে। নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করছে। তাহলে কি আশা করা যায় যে, এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে?

ইশরাক আরও বলেন, আমরা কি আরেকটা স্বৈরাচারী সরকার তৈরি হতে দিতে পারি? আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি সেভাবে সকল স্বৈরাচার সরকারকে বিদায় করতে পারবো।

সমাবেশের শেষদিকে তিনি বলেন, আমরা আর পেছনে ফিরে যাব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।

আবা/এসআর/২৫

উপদেষ্টা,পদত্যাগ,ইশরাক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত