বিতর্কিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
রোববার (২২ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলার আবেদন করবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার সঙ্গে বিএনপির আরও তিন সদস্য উপস্থিত থাকবেন।
শনিবার (২১ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সায়রুল বলেন, সকাল ১০টায় নির্বাচন কমিশন অফিসে মামলার কপি জমা দেওয়া হবে। এরপর থানায় আনুষ্ঠানিকভাবে মামলা করা হবে।
জানা গেছে, ইতোমধ্যে পতিত আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাচন কমিশন ও কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের তদন্ত কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
উল্লেখ্য, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সিইসি কেএম নূরুল হুদা এবং ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সিইসি কাজী হাবিবুল আউয়ালের অধীনে সম্পন্ন হয়।
আবা/এসআর/২৫