১৯৭২ সালের সংবিধানে রাষ্ট্র পরিচালনার যে চারটি মূলনীতির উল্লেখ রয়েছে সেগুলো বাদ দেওয়ার পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, আমাদের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে জানিয়েছি, বাহাত্তরের মুজিববাদী মূলনীতি আমরা রাখার পক্ষে না। এ মূলনীতি বাদ দিতে হবে।
জাবেদ রাসিন বলেন, সংবিধানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের সঙ্গে গণতন্ত্রকে যুক্ত করে এই চারটি অন্তর্ভুক্ত থাকবে মূলনীতি হিসেবে- এমন একটি প্রস্তাব এসেছিল। কিন্তু এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তৈরি হয়।
তিনি আরও বলেন, আমরা বলেছি, আমাদের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের যে স্পিরিট, সে স্পিরিটের বিপরীতে গিয়ে এখানে আলোচনার কোনো মানে হয় না। সুতরাং বাহাত্তরের চার মূলনীতি বাদ দিয়ে পরবর্তী মূলনীতিগুলো সংযোজন করতে হবে।
তবে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐকমত্য হয়নি বলে জানান তিনি।
এর আগে, রাষ্ট্র পরিচালনার চার মূলনীতির মধ্যে তিনটি বাদ দেওয়ার সুপারিশ করে গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ-সম্বলিত প্রতিবেদন জমা দেয় সংবিধান সংস্কার কমিশন। যেখানে ‘গণতন্ত্র’ বহাল রেখে রাষ্ট্র পরিচালনার নতুন আরও চারটি মূলনীতির সুপারিশ করে কমিশন।
আবা/এসআর/২৫