বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুরনো প্রতীক দাঁড়িপাল্লা ও দলটির নিবন্ধন পুনরায় বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৪ জুন) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, Representation of the People Order, 1972 অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওই আদেশের Article 90B এর শর্ত অনুযায়ী, দলটিকে ২০০৮ সালের ৫ নভেম্বর / ২১ কার্তিক ১৪১৫ তারিখে নির্বাচন কমিশন সচিবালয়ের নিকস/প্র-৩/রাদ/৫(৪৪)/২০০৮/১১৪১ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে নিবন্ধন দেওয়া হয়েছিল।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের হওয়া রিট পিটিশন নম্বর 630 of 2009 এর রায়ের ভিত্তিতে ২০১৮ সালের ২৮ অক্টোবর / ১৩ কার্তিক ১৪২৫ তারিখে দলটির নিবন্ধন বাতিল করা হয়েছিল। পরে, Civil Appeal No. 139 of 2013 ও Civil Petition For Leave To Appeal No. 3112 of 2013 মামলায় আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের রায় বাতিল করে।
আদালতের সেই রায়ের আলোকে, ২০১৮ সালের ২৮ অক্টোবর ইসির যে প্রজ্ঞাপনে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছিল, তা এখন বাতিল করা হয়েছে। ফলে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা পুনর্বহাল হয়েছে।
আবা/এসআর/২৫