ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, চলছে জটিল অপারেশনের শেষ চেষ্টা

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, চলছে জটিল অপারেশনের শেষ চেষ্টা

আততায়ীর হামলায় গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। তার ব্রেইনে জটিল এক অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেস্বর) বেলা ২টার দিকে সিঙ্গাপুর থেকে পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে, হাদির ব্রেনস্টেমে যেখানে গুলির একটি অংশ আটকে আছে, সেটি বের করার জন্যই এই অপারেশনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে, পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করবার অনুমতি দেয়া হয়েছে বলে হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে।

আজ দুপুর সাড়ে ৩টার পর দেওয়া ওই পোস্টে জানানো হয়েছে—

‘‘ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করবার অনুমতি দেয়া হয়েছে। আপনারা দোয়া করুন আল্লাহ যেনো তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন।’’

‘‘আর ওসমান হাদী যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হয় সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’’

‘‘খুনীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। খুনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে৷’’

আততায়ী,জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ,অপারেশন,ইনকিলাব মঞ্চ,শরিফ ওসমান হাদি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত