অনলাইন সংস্করণ
২০:২৮, ১৮ ডিসেম্বর, ২০২৫
রাজধানীর পল্টন থানাধীন বিজয়নগরের একটি আবাসিক হোটেল থেকে বাগেরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলামের (৬৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
একইদিন বিকালে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান শেখ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ভোর ৪টার দিকে হোটেলের একটি কক্ষের বাথরুমে পড়ে থাকা অবস্থায় মরদেহটি পাওয়া যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাগেরহাট জেলা জাতীয় পার্টির এক নেতা জানান, গতকাল ঢাকায় জাতীয় পার্টির একটি সভায় অংশগ্রহণ শেষে রাতে তিনি ওই হোটেলে অবস্থান করেন। পরবর্তীতে ভোরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, হাজরা শহিদুল ইসলাম ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।