
বরগুনা জেলা ছাত্রকল্যাণ পরিষদ, সরকারি তিতুমীর কলেজের আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ১৩ ডিসেম্বর একটি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে বিভিন্ন পদে প্রতিনিধি নির্বাচন করা হয়।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহাদাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আসফি খাঁন, সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন জাহিদ হাসান মুসা এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাসিবুর রহমান।
নির্বাচন পরিচালনা কমিটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে। পাশাপাশি নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী ১৫ (পনের) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কর্তৃপক্ষের নিকট উপস্থাপনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ বিষয়ে নবগঠিত কমিটির পক্ষ থেকে সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান মুসা বলেন, উৎসবমুখর পরিবেশে আমাদের ভোট উৎসব সমাপ্ত হয়েছে। আমাদের প্রত্যাশা থাকবে তিতুমীর কলেজে বরগুনা জেলার শিক্ষার্থীদের নিয়ে একটি শক্তিশালী কমিউনিটি তৈরি করা এবং প্রয়োজনে একে অপরের পাশে থাকা।