ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান

ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান

দেশে ফেরার প্রক্রিয়ার অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকেই তিনি কীভাবে দেশে ফিরবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছিল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় একটি কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য প্রয়োজনীয় ফরম পূরণ করে যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কো-অর্ডিনেটর কামাল উদ্দিনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তারেক রহমান।

জানা গেছে, তারেক রহমানের বর্তমানে কোনো বাংলাদেশি পাসপোর্ট নেই। তার কাছে ব্রিটিশ পাসপোর্ট রয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। ফলে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস ছাড়া তার অন্য কোনো বিকল্প ছিল না।

রাজনৈতিক কারণে দীর্ঘদিন লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর আর নবায়ন করা হয়নি। সরকার পতনের পর সুযোগ থাকলেও তিনি তখন পাসপোর্ট নবায়নের আবেদন করেননি।

বর্তমান বাস্তবতায় বাংলাদেশি নাগরিক হিসেবে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস গ্রহণ করেই তাকে দেশে আসতে হচ্ছে।

তারেক রহমান,পাসের জন্য আবেদন,ট্রাভেল পাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত