
দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে থাকবেন কন্যা জাইমা রহমান। তাদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইট সেদিন বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে ঢাকায় অবতরণ করার কথা করবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার। তিনি জানান, তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন। ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমানটি রাজধানীতে পৌঁছাবে।
এদিকে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দল গঠিত অভ্যর্থনা কমিটি এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে তুলতে কাজ করছে।
বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভ্যর্থনা কমিটির সদস্যসচিব ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, তারেক রহমানের দেশে ফেরা একটি ঐতিহাসিক ঘটনা। এ উপলক্ষে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে দিনটি স্মরণীয় হয়ে থাকে।