ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ব্যবসায়ীদের চাঁদাবাজবিরোধী মানববন্ধনে হামলা, জামায়াতের নিন্দা

ব্যবসায়ীদের চাঁদাবাজবিরোধী মানববন্ধনে হামলা, জামায়াতের নিন্দা

কারওয়ান বাজারে সিন্ডিকেটভিত্তিক চাঁদাবাজির বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

সোমবার (২৯ ডিসেম্বর) দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ প্রতিবাদ ও নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘শান্তিপূর্ণ মানববন্ধনে সন্ত্রাসীদের বর্বর হামলা গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসনের পরিপন্থী। চাঁদাবাজির মতো ঘৃণ্য অপরাধ দমনে রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব কার্যকর ব্যবস্থা গ্রহণ করা; সেখানে প্রতিবাদরত নিরীহ ব্যবসায়ীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।

এছাড়া কারওয়ান বাজারসহ সারাদেশে চাঁদাবাজি ও সিন্ডিকেট প্রথা বন্ধে প্রশাসনের কার্যকর, নিরপেক্ষ ও দৃঢ় পদক্ষেপ প্রত্যাশা করেন জামায়াতের এই নেতা।

জামায়াতের নিন্দা,চাঁদাবাজবিরোধী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত