ফ্যাশনে একুশের চেতনা মানে হল ভাষা আন্দোলনের ভাবধারা ও ঐতিহ্যকে পোশাকের মাধ্যমে ফুটিয়ে তোলা সাম্প্রতিক বছরগুলোতে ফ্যাশন ডিজাইনাররা একুশের চেতনাকে নতুন আঙ্গিকে তুলে ধরছেন।
কালো-সাদা থিম : ভাষা শহীদদের স্মরণে কালো ও সাদা পোশাক পরার চল বেশি। শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ, কুর্তি, টিশার্ট ইত্যাদিতে এই রঙের ব্যবহার দেখা যায়।
বাংলা হরফ ও ক্যালিগ্রাফি : পোশাকের ডিজাইনে বাংলা বর্ণমালা, ‘২১শে ফেব্রুয়ারি’, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ ইত্যাদি লেখা যুক্ত করা হয়, যা ভাষার প্রতি ভালোবাসার প্রকাশ।
আলপনা ও গ্রাফিক ডিজাইন : শহীদ মিনারের নকশা, একুশের প্রেরণাদায়ক উক্তি, কবিতার লাইন ও দেশীয় মোটিফ পোশাকের ডিজাইনে ব্যবহৃত হয়।
হাতের কাজ ও ব্লক প্রিন্ট : নানা ধরনের হস্তশিল্প যেমন নকশি কাঁথা, ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট বা হাতে আঁকা ডিজাইনও জনপ্রিয়তা পাচ্ছে।
মাটির গয়না ও দেশীয় অনুষঙ্গ : ভাষা আন্দোলনের চেতনা ফুটিয়ে তুলতে পোশাকের সঙ্গে দেশীয় গয়না, পাটের ব্যাগ, নকশিকাঁথার ওড়না ইত্যাদির ব্যবহারও দেখা যায়।
সময়ের সাথে পরিবর্তন : একুশের ফ্যাশন এখন শুধু ঐতিহ্যিক সীমায় আবদ্ধ নেই, এতে আধুনিক ট্রেন্ডও যুক্ত হচ্ছে। তরুণরা ফিউশন পোশাক যেমন টি-শার্ট, জিন্সের সাথে একুশের থিমের স্কার্ফ, বা হাতে আঁকা টপস পরছেন। ডিজাইনাররা সিল্ক, কটন, লিনেনের মতো আরামদায়ক কাপড় ব্যবহার করে ট্র্যাডিশনাল ও ওয়েস্টার্ন স্টাইল মিশিয়ে নতুনত্ব আনছেন।