ঢাকা শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

আঙুলের স্পর্শে খুলবে পেন ড্রাইভ

আঙুলের স্পর্শে খুলবে পেন ড্রাইভ

এবার বাজারে এলো সবচেয়ে সুরক্ষিত পেন ড্রাইভ, যা আঙুলের স্পর্শেই খুলে যাবে। অর্থাৎ এর নিরাপত্তায় ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এই পেন ড্রাইভ এনেছে লেজার। এটি একটি ভারতীয় প্রতিষ্ঠান। নতুন পেন ড্রাইভের মডেল লেজার জাম্প ড্রাইভ এফ ৩৫। এই পেন ড্রাইভে রয়েছে ইউএসবি ৩.০ সাপোর্ট, যার সাহায্যে আপনি ৩০০ এমবিপিএস স্পিডে ডেটা ট্রান্সফার করতে পারবে। এতে অন্তত ১০টি ফিঙ্গারপ্রিন্ট আইডি সাপোর্ট করবে। ৩ বছরের লিমিটেড ওয়ারান্টি দেওয়া হচ্ছে এই ইউএসবি ড্রাইভের সঙ্গে। ৩২ জিবি এবং ৬৪ জিবি-এই দুই স্টোরেজ অপশনে পাওয়া যাবে। দাম যথাক্রমে ৪৫০০ এবং ৬০০০ রুপি। পেন ড্রাইভটির গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে ইউএসবি ড্রাইভটিতে ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন দেওয়া হয়েছে। মূলত, ডেটার নিরাপত্তার জন্যই এই ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন প্রযুক্তিটি দেওয়া হয়েছে। ইউএসবি ড্রাইভটি তার ব্যবহারকারীদের বিভিন্ন স্পর্শকাতর তথ্যগুলি ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশনের মাধ্যমে সুরক্ষিত রাখবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত