ঢাকা রোববার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

কাপ্তাই লেকের পানি কমে ব্যাহত বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাই লেকের পানি কমে ব্যাহত বিদ্যুৎ উৎপাদন

চলতি বছরের শুরু থেকে কাপ্তাই লেকের পানি কমছে। বিগত ৫ দিনে কাপ্তাই লেক থেকে ৫ ফুট পানি কমেছে।

প্রতিদিন কাপ্তাই লেকের পানি ক্রমশ কমে যাচ্ছে। এর ফলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বিদ্যুৎ উৎপাদনও সীমিত পর্যায়ে নিয়ে এসেছে। গত ১২ জানুয়ারি কাপ্তাই লেকে রুলকার্ভে পানির পরিমাপ ছিল ১০১ ফুট মিন সি লেভেল। গতকাল পানির লেভেল নেমে এসেছে ৯৬ ফুট মিন সি লেভেলে।

পানি কমার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, রুলকার্ভ অনুযায়ী বর্তমানে কাপ্তাই লেকে পানি থাকার কথা ১০১ ফুট মিন সি লেভেল।

কিন্তু লেকে এখন রয়েছে ৯৬ ফুট মিন সি লেভেলের একটু বেশি পানি। বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট পুরোপুরি কার্যক্ষম থাকা সত্ত্বেও লেকে পানি কম থাকার কারণে ১টি মাত্র ইউনিট সচল রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। যার পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে।

বৃষ্টি না হওয়া পর্যন্ত কাপ্তাই লেকে পানি বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই বলেও তিনি জানান। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কাপ্তাই ও রাঙ্গামাটি পার্বত্য জেলা এলাকায় আপাতত বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

পার্শ্ববর্তী দেশ ভারতের আসাম রাজ্যেও এই মুহূর্তে বৃষ্টি হবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কাজেই বৃষ্টি না হলে কাপ্তাই লেকে পানি বৃদ্ধির কোনো সুযোগ নেই। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বশীল একটি সূত্র জানায়, লেকে এখন যে পরিমাণ পানি রয়েছে তা দিয়ে কমপক্ষে ৩টি ইউনিট সচল রেখে ১০০ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। কিন্তু আসন্ন শুষ্ক মৌসুমেও যাতে সীমিত পরিমাণে হলেও বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে এখন একটি ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট হারে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত