দেবহাটা উপজেলা সমিতির নেতৃবৃন্দ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের মহাপরিচালকের সঙ্গে মতবিনিময় করেছেন। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে যোগদান করায় অতিরিক্ত সচিব ড. মো. কামরুজ্জামানকে গত শুক্রবার দেবহাটা উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে অভিনন্দন, মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ড. মো. খলিলুর রহমান, আহ্বায়ক মোহাম্মদ খাইরুল ইসলাম, সদস্য সচিব তাহাজ্জাত হোসেন হিরু ও অন্যান্য সদস্যরা।