সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্যের নদী ও খালে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ও কাঁকড়া ধরা হচ্ছে অবাধে। মৎস্যজাত প্রাণির প্রজননের জন্য সুন্দরবনের গভীরে কিছু নদী ও খালে অভয়ারণ্যে ঘোষিত রয়েছে সেখানে সব প্রকার নৌযান ও জেলে প্রবেশ নিষিদ্ধ থাকলেও মাছ ও কাঁকড়া শিকার করছে কিছু অসাধু জেলে। খোঁজ নিয়ে জানা গেছে এসব জেলেরা বিভিন্ন বন অফিস থেকে পাশ নিয়ে অভ্যয়ারন্যে প্রবেশ না করার প্রতিশ্রুতি দিয়ে বনে প্রবেশ করে অভ্যয়ারন্যের বন ফাঁড়ী দোবেকী, নোটাবেকী, পুষ্পকাটি, হলদেবুনিয়াসহ বিভিন্ন এলাকার খাল ও নদীতে মাছ বা কাঁকড়া ধরছে। মাঝে মাঝে সহকারী বন সংরক্ষক অভিযান পরিচালনা করে জেলে নৌকাসহ জেলে ও মাছ ধরার সরজ্জাম সহ আটক করে আইনের আওতায় নিলেও তারা জামিন নিয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে দেখা যাচ্ছে।
জেলেরা জানান, সুন্দরবনের মান্দারবাড়িয়া, আঙরাকোনা, পুষ্পকাটি, কাগাদোবেকী, নোটাবেকী, বালিঝাকী, ডিঙ্গিমারী, কিচিকাটা, মেটে, পাকড়াতলী এলাকায় শত শত জেলে নৌকা অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরছে। এ ব্যাপারে বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার ফরেস্টার জিয়াউর রহমান জানান, আমি তো অনুমতি ছাড়া কোনো জেলে প্রবেশ করতে দিচ্ছি না। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিয়ুর রহমান বলেন, কাউকে অভয়ারণ্যে দেখলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।