গত মঙ্গলবার ফরিদপুর-বরিশাল মহাসড়কে মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সাতজন নিহতের ঘটনায় বাসচালক সুমন গাজীকে গত সোমবার গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার গ্রেপ্তারের বিষয়টি এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি জেলার নগরকান্দা উপজেলা শংকরপাশা গ্রামের শুকুর গাজীর ছেলে। গত ৮ এপ্রিল মহাসড়কটির জেলা সদরের বাখুন্ডা শরিফা জুটমিলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই পাঁচজন মারা যান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুজন। এছাড়া আহত হন প্রায় ৩০ যাত্রী। ঘটনার পর পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটির গঠন করেছে জেলা প্রশাসন। তবে ঘটনার পর প্রশাসনের প্রাথমিক তদন্ত উঠে আসে, অতিরিক্ত গতিতে ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলে পড়ে বাসটি। ঘটনার পরে বাসচালক ও তার সহকারী পালিয়ে যান। বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ঘটনার পরদিন নিহত ফজিরন নেছার (৬০) ছেলে রুবেল মিয়া বাদী হয়ে ফরিদপুর জেলার কোতোয়ালি থানায় সড়ক মামলা করেন।