মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া গ্রামে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আনিসুর রহমান বাদী হয়ে মুন্সীগঞ্জ আমলি আদালত ২ এ সিনিয়র জুডিশয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত শারমিনের আদালতে মামলা করেছেন। মামলার বিষয়টি ওই আদালতের ব্রেঞ্চ সহকারী (পেসকার) ফরিদ হোসেন নিশ্চত করেছেন।
জানা গেছে, উপজেলার রসুনিয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে শাহজালাল খান কবিরাজ কবিরাজী চিকিৎসা ও জ্বীন ছাড়ানোর নামে বিভিন্ন অপচিকিৎসা দিয়ে আসছেন। এছাড়া নারীদের বাড়িতে রেখে চিকিৎসার নামে নারীদের নিয়ে নাচ গানের বিভিন্ন ভিডিও চিত্র তার বিরুদ্ধে ভাইরাল হয়েছে। এ সমস্ত ঘটনা নিয়ে ভুক্তভোগী সাংবাদিকসহ আরো কয়েকজন বিভিন্ন সংবাদপত্রে নিউজ প্রকাশ করলে গত বুধবার সন্ধা ৬টার দিকে সিরাজদিখানের নিমতলা হতে বাড়িতে ফেরার পথে ভুক্তভোগী সাংবাদিকের পর হামলা চালিয়ে তাকে মাথায় আঘাত করে তার ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেছে শাহজালাল কবিরাজসহ আরো কয়েকজন সাংবাদিক আনিসুর রহমান বলেন, আমি ভোরের আকাশ পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি শাহ জালাল কবিরাজের অপকর্ম নিয়ে অনেকগুলো নিউজ করেছি।
নিউজ করায় সে আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। বুধবার আমি সিরাজদিখানে নিমতলায় একটি নিউজ করতে যাই। তার বাড়ির পাশের রাস্তা দিয়ে ফেরার পথে শাহজালাল পান কবিরাজসহ কয়েকজন সন্ত্রাসী আমার ওপর হামলা চালায়। শাহজালাল আমার মাথায় রড দিয়ে আঘাত করে আমার ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেছে। আমি বাদী হয়ে আদালতে মামলা করেছি।
স্থানীয়রা বলেন, পান কবিরাজ আগে পল্লি বিদুৎতের লাইনম্যান ছিল। সে মিটার দেওয়ার কথা বলে অনেকের টাকা আত্মসাৎ করেছেন। পরে হঠাৎ করে সে কবিরাজ বনে গিয়ে নারীদের বাড়িতে রেখে নাচগান করেন এবং প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এর আগে সে পবিত্র কোরয়ান ছুড়ে ফেলায় তার আস্তানা গুঁড়িয়ে দেওয়া হলেও সে প্রভাবশালীদের ছত্রছায়ায় আবার আস্তানা গেড়ে অপচিকিৎসা দিচ্ছেন। এর আগে সিরাজদিখান থানা পুলিশকে পান কবিরাজ একটি ল্যাবটব দিয়ে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে নানা বিতর্কের জন্ম দেন। এ ব্যাপারে শাহাজালাল কবিরাজ বলেন, আমি নারীদের নিয়ে নাচগান করে অপচিকিৎসা দেই না, দুই নাম্বার চিকিৎসাও করি না। সাংবাদিকের ওপর হামলার ঘটনাও অস্বীকার করেন।