বাগেরহাটে জিয়া অর্ফানেজ ট্রাস্টের অধীনে পরিচালিত ফতেপুর এতিমখানা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাগেরহাট সদরের ফতেপুরে স্থানীয় জমিদানকারীরা ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম, ওহিদুল ইসলাম পল্টু, বিএনপি নেতা শরীফ মোস্তফা জামান লিটু, বেমরতা ইউনিয়ন বিএনপি নেতা হাও. আবু বক্কর সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জিয়া অর্ফারেজ ট্রাস্ট বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে ১৯৯৩ জিয়া অর্ফানেজ ট্রাস্টের অধীনে পরিচালিত ফতেপুর এতিমখানা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়। ২০০৮ সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর এটি বন্ধ হয়ে যায়। এটি সংস্কার করে নতুন পরিচালনা পরিষদ গঠন করে নতুন ভাবে চালুর দাবি জানান স্থানীয়রা।