ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে চক্ষুসেবা নিশ্চিতে সমন্বয় সভা

রংপুরে চক্ষুসেবা নিশ্চিতে সমন্বয় সভা

রংপুরে সবার জন্য চক্ষুসেবা নিশ্চিতে কমিউনিটি চক্ষু হাসপাতালের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কমিউনিটি চক্ষু হাসপাতালের উদ্দ্যেগে সাইটসেভার্স এর অর্থায়নে এবং সহায়তায় ডিসট্রিক্ট ইনক্লুসিভ আই কেয়ার প্রোগ্রাম প্রকল্পের অধীনে রংপুরে কর্মরত প্রতিবন্ধী ব্যক্তি, দলিত হরিজন, আদিবাসী এবং নারী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে চক্ষুসেবা বিষয়ে সমন্বয় মিটিং রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিল চন্দ্র বর্ম্মন, উক্ত এ সভাপতিত্ব করেন কমিউনিটি চক্ষু হাসপাতালের সহকারী নির্বাহী পরিচালক তুষার কান্তি দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মনিমুন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মাসুদ রানা। স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি চক্ষু হাসপাতাল কমিউনিটি চক্ষু হাসপাতালের সিনিয়র ম্যানেজার জাফর আহমেদ, অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কমিউনিটি চক্ষু হাসপাতালের ইনক্লুশন অফিসার শেখ আব্দুল করিম। উপস্থিত ছিলেন সাইটসেভার্স এর জেলা সমন্বয়কারী কর্মকর্তা মাসুদ রানা, সিডিডি এর ডিজ্যাবিলিটি ইনক্লুশন অফিসার ইফতিখারুল হাসান। রংপুর জেলার ২৯টি সংগঠন/এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত