
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাসহ সারা দেশে সাংবাদিক নিপিড়ন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বেলাব প্রেসক্লাব। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলার বেলাব প্রেসক্লাবের সামনে উপজেলা পরিষদের রোডে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বেলাব প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসেন নীলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হকের পরিচালনায় বক্তব্য রাখছেন- শিবপুর প্রেসক্লাবের সভাপতি মো. খোরশেদ আলম, রায়পুরা রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. তৌফিকুল হক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব উপজেলা শাখার সভাপতি এমএ হালিম, সদস্য এমআর ওয়াসিম প্রমুখ।