
টাঙ্গাইলের সখীপুরে কয়েলের আগুনে পুড়ে এক কৃষকের ৪টি গরু ছাই হয়েছে। গতকাল সোমবার ভোর উপজেলার আড়াইপাড়া বেগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক শাহ আলম জানান, মশার উপদ্রব থেকে গরুকে রক্ষা করতে তিনি নিয়মিত মশার কয়েল ব্যবহার করতেন। ভোররাত সাড়ে ৩টার দিকে তার ঘুম ভাঙলে তিনি গোয়ালঘরের চারপাশে আগুন দেখতে পান। দ্রুত ঘর থেকে বের হয়ে চিৎকার করতে থাকলে প্রতিবেশীদের সহযোগিতায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে তার ৪টি গরু পুড়ে শেষ হয়ে গেছে।
কৃষক শাহ আলম আরও জানান, সম্প্রতি দুটি ব্যাংক থেকে প্রায় দুই লাখ টাকা ঋণ নিয়ে গরু কিনে লালনপালন শুরু করেছিলাম। গোয়ালঘরসহ ৪টি গরু পুড়ে যাওয়ায় তার অন্তত ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। উপজেলা প্রাণিসস্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। কৃষক শাহ আলমের বড় ক্ষতি হয়েছে। গরুপালনসহ সব বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।