
দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসন শ্যামনগর ব্যবস্থাপনায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষাথীদের সমন্বয়ে ৪ দিনব্যাপী রচনা ও বির্তক প্রতিযোগিতা শুরু হয়েছে। দুর্নীতি প্রতিরোধ কমিটি শ্যামনগরের সভাপতি সাবেক প্রধান শিক্ষক কৃঞ্চনন্দ মুখার্জীর সভাপতিত্বে প্রতিযোগিতা উদ্বোধন করেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন।
এ সময়ে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসেন। মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার মীনা হাবিব, যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ন কবীর। অফিসার ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক কৃঞ্চনন্দ মুখার্জীর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয়।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, উপজেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক নুর জাহান পারভীন ঝরনা, গণমুখীর নির্বাহী পরিচালক লুৎফর রহমান, শ্যামনগর সব মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। গতকাল সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়ে ১৮ আগস্ট পুরষ্কার বিতরণীর মধ্যে দিয়ে এ অনুষ্ঠান সমাপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়।