কুমিল্লায় কাজী মীর আহমেদ মীরু নামে এক সাংবাদিকের ওপর হামলা ও মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলার আসামি সাইফুল ইসলাম ওরফে তন্ময় চৌধুরীর এক দিনের রিমা- মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিশাত জাহান চৌধুরী এ আদেশ দেন। আসামি সাইফুল নগরীর শাকতলা এলাকার মৃত আবুল হাসেমের ছেলে।
মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা গেছে, গত ৪ জুন সন্ধ্যায় সাইফুল অজ্ঞাতনামা লোকজনসহ নগরীর টমছমব্রিজ এলাকায় সাংবাদিক কাজী মীর আহমেদ মীরুর নিকট ২ লাখ টাকা চাঁদা দাবি করে।
এসময় চাঁদা দিতে অস্বীকার করায় আক্রমন চালিয়ে এলোপাতারিভাবে কিল-ঘুষি মেরে সাংবাদিককে আহত করে।
একপর্যায়ে সাইফুল ওই সাংবাদিকের মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ওই সাংবাদিক বাদী হয়ে ৫ জুন রাতে সাইফুল ইসলামকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ওইদিন রাতে পুলিশ সাইফুলকে গ্রেপ্তকার করে পরদিন আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
আদালতের পুলিশ উপ-পরিদর্শক জিল্লুর রহমান জানান, অস্ত্র উদ্ধারের বিষয়ে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে ৩ দিনের রিমাণ্ডের আবেদন করলে আসামির উপস্থিতিতে উভয়পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক নিশাত জাহান চৌধুরী আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।