
ঈশ্বরগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ৯ কিলোমিটারের ‘মুক্তি দৌড়’ (ম্যারাথন) অনুষ্ঠিত হয়েছে। চরনিখলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ভোর ৬টায় দৌড় শুরু হয়ে নেত্রকোনা রোড প্রদক্ষিণ শেষে আবার সেখানেই সমাপ্ত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদ হাসানের সভাপতিত্বে এবং বারি সুমনের সঞ্চালনায় আয়োজিত এই দৌড়ে অংশগ্রহণকারী সবার মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে, ঈশ্বরগঞ্জ প্লাটিনাম ফিটনেস সেন্টারের সদস্যদের ব্যাপক উপস্থিতি আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। সকাল ৯টায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে দৌড় প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদ হাসান বলেন, গত ৩ বছর ধরে এই দিনে আমরা দৌড় প্রতিযোগিতা করছি, তবে এ বছর বড় পরিসরে উন্মুক্ত আয়োজন করা হয়েছে। সুস্বাস্থ্য ও সুন্দর জীবন গঠনে দৌড়ের বিকল্প নেই, এই ধারা অব্যাহত থাকলে সুস্থ উপজেলা হিসেবে ঈশ্বরগঞ্জের নাম সুপরিচিত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান এই উদ্যোগের প্রশংসা করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে সুস্বাস্থ্য গঠনের জন্য এই ‘মুক্তি দৌড়’ একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমি আশা করি, আগামীতেও এমন সুস্থ ধারার আয়োজন অব্যাহত থাকবে।