
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)- গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক কমিটির ৫০তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বেলা ১২টায় চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন- সিএইচএসআর-এর চেয়ারম্যান ও চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। সভায় চুয়েটের চলমান উচ্চশিক্ষা ও গবেষণা প্রকল্প বিষয়ে নানাবিধ আলোচনা করা হয়। এতে উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সম্মানিত অভ্যন্তরীণ সদস্য ও বহিঃসদস্যরা উপস্থিত ছিলেন।