ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা

ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা

মাদারীপুরের শিবচরে প্রথম শ্রেণিতে পড়ুয়া ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকালে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের এক দিনমজুরের ৬ বছরের এক শিশুস্কুল থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার বিষ্ণু মজুমদারের ছেলে মিঠুন মজুমদার (২৫) শিশুটিকে একা পেয়ে তাকে ভয় দেখিয়ে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে তার বাড়িতে নিয়ে যায়। এরপর তাকে সেখানে ধর্ষণ করে বিকালে ফেলে রেখে যায়। শিশুটি বাড়ি ফিরে আসার পর পরিবারের সদস্যরা তার শারীরিক অবস্থা দেখে বিষয়টি অনুমান করতে পারেন। পরে শিশুটির কাছ থেকে ঘটনাটি শুনে তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে, ঘটনাটি এলাকায় প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযুক্ত মিঠুন মজুমদারকে গণপিটুনি দেয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত