ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

কক্সবাজারে জরুরিভিত্তিতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবি

কক্সবাজারে জরুরিভিত্তিতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবি

কক্সবাজার শহরের কালুর দোকান থেকে পাহাড়তলি বাজার হয়ে লাইট হাউস পর্যন্ত রাস্তা ও ড্রেন জরুরি ভিত্তিতে সংস্কারের দাবিতে বৃহত্তর পাহাড়তলির সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রহমানিয়া মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক হয়ে পৌরসভা চত্বরে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে স্থানীয় মুরুব্বি, শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালীন কক্সবাজার পৌর প্রশাসক ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপিও প্রদান করা হয়।

এতে বক্তব্য রাখেন, আশরাফুল হুদা ছিদ্দিক জামশেদ, মাওলানা অহিদুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, নেজাম উদ্দিন, শাহাদত হোসেন রিপন, সাইফুর রহমান নয়ন, মাসুদ পারভেজ, এমরান ফারুক অনিক, আবদু শুক্কুর রুবেল, মোহাম্মদ জুনাইদ, মাস্টার জসিম উদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ। বক্তারা দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কারের দাবি জানান। স্থানীয় বাসিন্দা এমরান ফারুক অনিক বলেন, শহরের কালুর দোকান থেকে পাহাড়তলি বাজার হয়ে লাইট হাউস পর্যন্ত এই সড়ক দিয়ে প্রতিনিয়ত হাজারো মানুষের যাতায়াত। এবং এই এলাকায় প্রায় ৪০ হাজার মানুষের বসবাস। তিনি আরও বলেন, এই এলাকায় হাইস্কুল ১টি, পাহাড়িকা মডেল একাডেমি কেজি স্কুল ৩টি, নুরানি ৩টি মাদ্রাসা ৩টি, মসজিদ ১৩টি রয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় স্থানীয়দের মাঝে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত