ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

কাউখালীতে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

কাউখালীতে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

কাউখালীতে চিকিৎসা শেষে ঘরে ফেরা হলো না শিশু সামিয়ার। বাড়ির সামনে আসার পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিলো মোটরসাইকেল। গতকাল বুধবার বেলা ১১টার দিকে কাউখালী-ভিটাবাড়িয়া সড়কে চিরাপাড়া সালেক চেয়াম্যানের বাড়ির দরজার সামনে এ দুর্ঘটনা ঘটে। জানাগেছে, চিরাপাড়া গ্রামে তিন সন্তানের জনক দুলাল মোল্লার ছোট মেয়ে ও চিরাপাড়া এম ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণির ছাত্রী সামিয়া আক্তার (৭) শারীরিক অসুস্থতার কারণে খুলনা হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ছিলেন। ফেরার পথে অটোরিকশা থেকে বাড়ির দরজায় নামার সময় সঙ্গে থাকা মা যখন গাড়ির ভাড়া দিতেছিলেন তখনই পিছন থেকে একটি বেপরোয়া মোটরসাইকেল সামিয়াকে ধাক্কা দিয়ে টেনেহিছড়ে প্রায় ১০ মিটার দূরে নিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। এ সময় তার ও তার মায়ের ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে মোটরসাইকেল চালকসহ আরোরী তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

সামিয়াকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে নেওয়ার পরে মৃত্যু হয়। থানার ওসি সোলায়মান জানান, তিনজনকে আটক করা হয়েছে। দুর্ঘটনা সংবাদ শুনে হাসপাতালে ছুটে যান কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত