পিরোজপুরের কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে সাবেক কারারক্ষী বহু মামলার আসামি মাদক কারবারি জাহিদুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ।
থানা ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে বুধবার ২রা জুলাই রাতে কাউখালী থানার এসআই আতিয়ার রহমান ও এসআই রাকিব হাসান উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে এ সময় তারা ৩ মাদক ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- শিয়ালকাঠি গ্রামের নুরুল ইসলামের ছেলে সাবেক কারারক্ষী (বরখাস্ত) জাহিদুল ইসলাম, কাউখালী সদর ইউনিয়নের বাশুরি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রাব্বি হোসেন ও একই এলাকার সুলতান মোল্লার ছেলে ইউসুফ মোল্লা। কাউখালী থানার ওসি মো. সোলায়মান জানান, গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।