ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

কাউখালীতে তিন মাদককারবারি গ্রেপ্তার

কাউখালীতে তিন মাদককারবারি গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে সাবেক কারারক্ষী বহু মামলার আসামি মাদক কারবারি জাহিদুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ।

থানা ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে বুধবার ২রা জুলাই রাতে কাউখালী থানার এসআই আতিয়ার রহমান ও এসআই রাকিব হাসান উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে এ সময় তারা ৩ মাদক ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- শিয়ালকাঠি গ্রামের নুরুল ইসলামের ছেলে সাবেক কারারক্ষী (বরখাস্ত) জাহিদুল ইসলাম, কাউখালী সদর ইউনিয়নের বাশুরি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রাব্বি হোসেন ও একই এলাকার সুলতান মোল্লার ছেলে ইউসুফ মোল্লা। কাউখালী থানার ওসি মো. সোলায়মান জানান, গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত