ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে আমগাছ থেকে পড়ে কনস্টেবলের মৃত্যু

সিরাজগঞ্জে আমগাছ থেকে পড়ে কনস্টেবলের মৃত্যু

আম পাড়তে গিয়ে পুলিশ কনস্টেবল শাহজাহান আলীর (৫৪) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের বেলকুচি থানার অভ্যন্তরে। তিনি পাবনার আমিনপুর থানার দাতিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন বলেন, গত বুধবার দুপুরে থানার অভ্যন্তরে ওই পুলিশ কনস্টেবল ব্যাগ নিয়ে গাছে উঠে আম পাড়ে। এ সময় তার পা পিছলে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থনীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং বিকালের দিকে তাকে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত