ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

চারদিনের রিমান্ডে সাবেক এমপি দুর্জয়

চারদিনের রিমান্ডে সাবেক এমপি দুর্জয়

মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবির ইয়াছির আহসান চৌধুরী এই আদেশ দেন। এর আগে গত বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব জানান, পাঁচ আগস্ট এর পর আত্মগোপনে চলে যান নাইমুর রহমান দুর্জয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতায় তাকে রাজধানী লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় রাতের ভোটে এমপি নির্বাচিত হয়ে ব্যাপক দুর্নীতি অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক বলে যান। গত বছরের ৩ ডিসেম্বর মানিকগঞ্জ সদর থানা ও দৌলতপুর থানায় পৃথক দুটি বিস্ফোরক মামলা রুজু হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের মামলার সূত্রে জানা যায়, তিনি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি অনিয়মের মাধ্যমে ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকা অবৈধভাবে অর্জন করেছে। মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন নামক একটি কোম্পানি থেকে ৪ কোটি ২২ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে বাড়ি-গাড়ি, জমি-জমা ও বহু আর্থিক প্রতিষ্ঠানের মালিক বনে গেছে সাবেক এই ক্রিকেটার।

এদিকে, গতকাল সকাল থেকে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণ জড়ো হয় বিএনপি নেতা কর্মীসহ বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সকাল থেকে ব্যাপক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয় আদালত প্রাঙ্গণে। এ সময় দুর্জয়ের ‘ফাঁসি চাই’ ‘ফাঁসি চাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ জনতা। দীর্ঘ অপেক্ষার পর বেলা ৩টার দিকে ডিবি পুলিশের ইনচার্জ মোশারফ হোসেনের নেতৃত্বে একটি মাইক্রোবাসে করে তাকে আদালতে তোলা হয়। মানিকগঞ্জ সদর থানা পুলিশ দুর্জয়ের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে রিমান্ড শুনানি করেন নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হুমায়ুন কবির। আসামিপক্ষে রিমান্ড আবেদন নামঞ্জুর পূর্বক জামিনের প্রার্থনা করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশাসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী। আদালত তার জামিন না মঞ্জুর করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আদালতে তোলা এবং নামানোর সময় কোর্ট প্রাঙ্গণে দুর্জয়ের ওপর জনতার মাঝ থেকে ডিম ছুড়ে মারা হয়।

উল্লেখ্য, ২০০১ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে রাতের ভোটে সংসদ সদস্য নির্বাচিত ব্যাপক ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তার ছত্রছায়ায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার সর্বত্র নিয়ন্ত্রণ করতেন। জেলার মাটি বাণিজ্য, চাকুরি বাণিজ্যসহ মাদকদ্রব্যের সিন্ডিকেটের নিয়ন্ত্রণ ছিল বাশারের হাতে। তিনি এসবের কমিশন পৌঁছে দিতেন দুর্জয়কে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত