নাটোরের বড়াইগ্রাম উপজেলা এবং বড়াইগ্রাম ও বনপাড়া পৌর বিএনপির যৌথ উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বনপাড়া পৌর মিলনায়তনে আয়োজিত সভায় জেলা বিএনপির সদস্য অ্যাড. আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। জেলা বিএনপির সদস্য অধ্যাপক লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, মিজানুর রহমান ডিউক, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু, অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, মশিউর রহমান বাবলু ও অধ্যক্ষ আশরাফ আলী, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ইসাহাক আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব চেয়ারম্যান আলী আকবর, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, সন্ত্রাসী হামলায় নিহত সানাউল্লাহ নুর বাবুর সহধর্মিণী মহুয়া নুর কচি, বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ বক্তব্য রাখেন।