পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসাবে নিয়োগ পেলেন আমজাদ হোসেন। তিনি পাবনা এডওয়ার্ড কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার (২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। ১৬তম বিসিএস এর এই শিক্ষক অধ্যাপক আমজাদ হোসেন ৭ জুলাই নতুন কর্মস্থল ঈশ্বরদী সরকারি কলেজে যোগ দিবেন বলে জানা যায়।