ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামে নিখোঁজের ৩ দিন পর এসিআই ফুড মিলের বাউন্ডারি এলাকার ডোবার পাড় থেকে বুদ্ধি প্রতিবন্ধী শামিম হোসেনের (৩০) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই মিলে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করে। কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ জানান, উক্ত গ্রামের সাইফুল ইসলামের ছেলে বুদ্ধি প্রতিবন্ধী শামিম এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন। সবার কাছে শামিম ভাই হিসেবে পরিচিত ছিলেন। গত বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন। তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে সন্ধান পাননি। গতকাল শুক্রবার দুপুরের দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের ওই মিলের ডোবার পাড়ে তার লাশ দেখে স্থানীয়রা। এ সংবাদে এলাকার বিক্ষুব্ধ জনতা ওই মিলে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত