ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

পাগলা মসজিদে দান করা যাবে অনলাইনে

পাগলা মসজিদে দান করা যাবে অনলাইনে

এখন থেকে পাগলা মসজিদে দান করা যাবে অনলাইনে দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে প্রতি তিন থেকে চার মাস পর পর পাওয়া যায় কয়েক কোটি টাকা। এছাড়াও বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা মিলে দানবাক্সে। সর্বশেষ এ মসজিদের দান বাক্সে ৪ মাস ১২ দিনে পাওয়া গিয়েছিল রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। এছাড়াও বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা।

এ বিষয়টিকে আরও সহজ ও প্রসারিত করার লক্ষ্যে প্রবাসী ও দেশের দূর-দূরান্তের দানকারীদের সুবিধার্থে অনলাইন ডোনেশনের ব্যবস্থা করেছে মসজিদ কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার বেলা ১১টায় মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইট ও অনলাইন ডোনেশনের উদ্বোধন করেছেন পাগলা মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান। এ সময় মসজিদ কমিটির অন্যান্য সদস্যসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, কেউ দান করতে চাইলে www.paglamosque.org এই ওয়েবসাইটে দান করতে পারবেন। দানের অর্থ মসজিদের স্থানে আন্তর্জাতিক মানের কমপ্লেক্স বানানোর কাজে ব্যয় হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত