জুলাই আহত ও নিহতদের পরিপূর্ণ মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা এবং বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকরের সময় থেকে যে সব সরকারি কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছেন তাদের অপসারণের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে বৃষ্টি উপক্ষো করে জেলার নলছিটি উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী জুলাই আহত মুক্তিযোদ্ধা পরিবারের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, কুলকাঠি ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মায়েল আহম্মেদ, ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মনির হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মাসুদ মাল।
বক্তারা বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকরের সময় থেকে যে সব সরকারি কর্মকর্তা কর্মচারী এখনও কর্মরত আছেন তাদের বিচার হওয়া উচিত। তারা বিগত নির্বাচনগুলোতে ভোট ডাকাতি করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে তাদের বিচার হওয়া উচিত। আমরা তাদের অপসারণের দাবি করছি।