ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শ্রীমঙ্গলে শিক্ষার্থীর গাছে বাঁধা লাশ উদ্ধার

শ্রীমঙ্গলে শিক্ষার্থীর গাছে বাঁধা লাশ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাকিয়াছড়া চা-বাগান থেকে এক এইচএসসি পরীক্ষার্থী লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দুপুরে চা বাগানের একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় বাগান শ্রমিকরা। খবর পেয়ে ফিনলে কোম্পানির কাকিয়াছড়া চা-বাগানের ১নং সেকশন থেকে আহমেদ ইয়াছিন (১৯) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। নিহত হৃদয় উপজেলার সদর ইউনিয়নের শাহীবাগ এলাকার লিটন মিয়ার ছেলে। সে কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানায়, গত রোববার সন্ধ্যা থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না হৃদয়ের। গত সোমবার বাগান শ্রমিকরা কাজে গেলে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত