
ডায়গনোসিস সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদের পক্ষ থেকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এনালাইজার মেশিন ও ২৯টি ব্লাড প্রেশার মেশিন হস্তান্তর করা হয়েছে। গত সোমবার স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম সোহরাব আল হোসাইনকে এসব যন্ত্র হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার স ম আজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মাছুম বিল্লাহ। স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম সোহরাব আল হোসাইন জানান, উপজেলা পরিষদের পক্ষ থেকে একটি প্যাথলজি এনালাইজার মেশিন এবং হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকের জন্য ২৯টি ব্লাড প্রেশার মেশিন দেওয়া হয়।