ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে কোটি টাকা নিয়ে ভুয়া এনজিও উধাও

রাজবাড়ীতে কোটি টাকা নিয়ে ভুয়া এনজিও উধাও

রাজবাড়ীর কালুখালীতে ‘কম্পেইশন ফান্ড (সিএফ)’ নামে একটি ভুয়া এনজিও সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে অন্তত দুই শতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাৎ করে রাতের আঁধারে পালিয়ে গেছে।

জানা গেছে, এক মাস আগে কালুখালীর বোয়ালিয়া গ্রামের বাসিন্দা জহুর আলী বিশ্বাসের বাড়ি ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে সিএফ নামের এই সংগঠনটি। স্থানীয় সহজ-সরল মানুষের সঙ্গে সখ্যতা গড়ে তুলে তারা সঞ্চয়ের নামে ১২ হাজার থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত আদায় করতে থাকে। প্রতারণাকারীরা গ্রাহকদের জানায়, গত সোমবার ঋণের টাকা বিতরণ করা হবে। তবে গত সোমবার সকালে গ্রাহকরা অফিসে এসে দেখতে পান প্রতিষ্ঠানটিতে তালা ঝুলছে। বিষয়টি জানাজানি হলে বিপুল সংখ্যক ভুক্তভোগী ভিড় করেন জহুর আলীর বাড়িতে। কিন্তু বাড়ির মালিক কিংবা সংশ্লিষ্ট কেউই এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। পরে ক্ষুব্ধ গ্রাহকরা কালুখালী থানায় অভিযোগ দায়ের করেন। প্রতারণার শিকার মতিন মণ্ডল বলেন, জহুর আলীর ছেলের স্ত্রী বন্যা খাতুন আমার কাছ থেকে ঋণ দেওয়ার কথা বলে ১৭ হাজার টাকা নিয়েছেন। আজ এসে দেখি সব কিছু গায়েব। কালুখালী থানার ওসি জাহেদুর রহমান বলেন, এ পর্যন্ত আমরা ১৪টি লিখিত অভিযোগ পেয়েছি। মোট ৪ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত