হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া এলাকায় ট্রাকচাপায় বাবা ছেলে নিহত হয়েছেন। তারা হলেন, সলঙ্গা থানার পুরানা বেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)। এ ঘটনায় তার আরও ১ ছেলে আহত হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার সকালে অসুস্থ বাবাকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন ২ ছেলে। এ সময় অটোরিকশাটি উল্লেখিত স্থানে পৌঁছলে নাটোরগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে মারা যান এবং বড় ছেলে রাসেল খন্দকার আহত হন।