বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেছেন, এই দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তত্ত্বাবধায়ক সরকার চাইলে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে পারে। তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনা জনগণের ভোটাধিকার হরণ করেছিল, তারা রাতের অন্ধকারে ক্ষমতা দখল করেছিল। স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হয়েছে। এখন ভয় পাওয়ার সময় শেষ। জনগণের ভোটের অধিকার ফিরে পেতে বিএনপি আন্দোলন করছে, এই আন্দোলনে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছে। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের চেষ্টা করছি। গতকাল মঙ্গলবার ভাণ্ডারিয়া পৌর অডিটরিয়াম মাঠে ভাণ্ডারিয়া পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদারের সভাপতিতে সম্মেলনের উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পরিবার কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবীর লাবু, কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ও ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন, যুবনেতা আব্দুস সালাম হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপল হাওলাদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব মাসুদ রানা পলাশ।