ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে বিদেশি মদসহ গ্রেপ্তার তিন

চাঁদপুরে বিদেশি মদসহ গ্রেপ্তার তিন

চাঁদপুরের সদর হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্ধার ও ৩ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল মঙ্গলবার চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান। তিনি বলেন, সোমবার রাত দেড়টার দিকে হাজীগঞ্জ উপজেলা সদরের বাজার এলাকায় অভিযান চালিয়ে ১২৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে। একই রাত সদর উপজেলার জাফরাবাদ এলাকা হতে মাদককারবারি মাসুদ গাজী এবং শামীম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৭টি ইয়াবা ট্যাবলেট। ফরিদগঞ্জ উপজেলার সরদারপাড়া এলাকায় অপর অভিযানে মোখলেছুর রহমান নামে মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত